শালিকা যখন বউ (পর্ব-০৪)

December 23, 2020 | By Admin | Filed in: চটি কাব্য.

এমন সময় রিশা আমাকে সড়িয়ে দিয়ে -রিশা:হুমম হয়েছে। -আমি:হয়েছে মানে এখনো তো কিছুই হলো না(অবক দৃষ্টিতে তাকিয়ে) -রিশা:হয়েছে মানে সিন শেষ। -আমি:কিইই? কিসের সিন শেষের কথা বলছো তুমি?? -রিশা:আরে দুলাভাই আপনি তো বললেন যে সিরিয়ালের মতো বাসর করতে। -আমি:হুমম তো?? – রিশা:তো মানে….রিসিয়ালে তো এর থেকে বেশি দেখি নাই। -আমি:তার মানে কি তুমি এতক্ষন আমার সাথে সিরিয়ালের মতো অভিনয় করছিলে? -রিশা:হুমমম আপনিই তো বললেন সিরিয়ালের মতো বাসর করতে। – আমি:আল্লাহ্ এইটা আমারে কি দিলা(অসহায় হয়ে উপরে দিকে তাকিয়ে) -রিশা:কি হলো দুলাভাই?? কি পাইছেন? -আমি:কিছু না গো(মন খারাপ করে) – রিশা:আচ্ছা সরেন আমার ঘুম পাচ্ছে। আমি এখন ঘুমাবো। -আমি:ঘুমাবে মানে?? -রিশা:ঘুম পাচ্ছে তো ঘুমাবো নাতো কি?? -আমি:উফফফ তাহলে আমার বাসর(বিরক্ত হয়ে) -রিশা:আরে ধুর আপনার বাসর আপনি একাই করেন গিয়ে যান(একটু রাগ দেখিয়ে) -আমি:বাসর আবার একাই করা যায় নাকি?? -রিশা:ওকে আপুর জন্য অপেক্ষা করুন।

যেদিন আপু সেদিন আপুর সাথে বাসর কইরেন। এখন যান তো যান আমি ঘুমাবো(রিরক্তি কর হয়ে) -আমি:আমি যাবো মানে?? -রিশা:হুমম আপনি রুম থেকে বেড়িয়ে যাবেন তো কি?? আমার সাথে সুবেন। -আমি:হুমম সাথে সুবো। – রিশা:জি না আমার আম্মু বলেছে যে অন্য কোন ছেলের সাথে রাত কাটাতে নেই। -আমি:হুম বাট আমি তো তোমার স্বামী। -রিশা:জি না আপনি আমার দুইলাভাই। এবার যান তো যান। -আমি:আমি কোথাও যাব না। – রিশা:কেন যাবেন না?? -আমি:এটা আমার রুম আমার বিছানা সো আমি কোথাও যেতে পারবো না। আর তোমার অসুবিধা হলে তুমি এইরুম থেকে বেড়িয়ে যাও(একটু রাগি কন্ঠে) -রিশা:কিইই আপনি এতরাতে একটা বাচ্চাঁ মেয়েকে রুম থেকে বেড়িয়ে যেতে বলছেন? -আমি:ওলে বাবালে বাবা। মনে হয় এখনো কছি খুকি(রাগ দেখিয়ে) -রিশা:হুমম তাই। আপনি জানেন আমি এখনো প্রতিরাতে দুধু খাই? – আমিচমকে উঠে)কিইইই এই বয়সে? -রিশা:নান,না মানে আপনি যা ভাবছেন তা নয়। মানে গুরুর দুধ।আর এই বয়স মানে? সবে আমার বয়স মাত্র ১৫-১৬ হবে। – আমি:১৫-১৬ হবে আর তুমি বলছো তুমি এখনো কিছুই বোঝো না? -রিশা:হুমম বুঝি তো আমি সব বুঝি। -আমি:ওহ তাহলে আমার সাথে বাসর করছো না কেন??

-রিশা:আসলে দুলাভাই আগে কখনো বাসর করেনি তো তাই আর কি এইদিক দিয়ে আমি একটু কম বুঝি? – আমি:আচ্ছা আমি বুঝিয়ে দিলে বুঝবে তো। -রিশা:দেখুন আমার এত বোঝা লাগবে না। যেদিন আমার আসল স্বামীর সাথে বিয়ে হবে সেদিন বুঝবো। এখনো যান দুইলাভাই আমার খুব ঘুম পেয়েছে। এই বলে আমাকে ধাক্কা দিয়ে নিছে ফেলে দিলো রিশা। বাসর রাতে কই একটু বউয়ের আদর পাবো সেটা তো হলোইনা উল্টা দুলাভাই বানিয়ে নিচে পাঠিয়ে দিল ঘুমাতে। হায় আল্লাহ্ এই বোকা অবুঝ মাইয়াটাই কি আমার কপালে ছিল। শালার ওদের সবার মানসম্মান বাচাতে গিয়ে আমাকে ঠেলে দিলো জাহান্নামে। বিয়ের আগে ভেবে ছিলাম সবকিছু মনে হয় ঠিকি থাকবে অনেক সুখে থাকবো। কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি আমার কপালে কি আছে। শুনেছিলাম বাসর রাতে কত মজা হয়। বাসর রাতে মানুষ নাকি বিড়াল মারে আর আমি তো মারতেছি মশা।

বউ তো আদর করল না এখন আবার শালার মশাও ইনজেকশন দিতেছে। মশা মারতে মারতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। ,সকালে রিশা এর ডাকে ঘুম ভাঙ্গল। -রিশা:এই যে দুলাভাই ওঠেন। কেমনটা লাগে আপনারাই বলেনতো,,, স্বামীকে বলছে দুলাভাই। এমনিতেই বাসর রাত জলে গেল। সারা রাত ঘুমাতে পারিনি মশার জ্বালায় আবার সকাল বেলাই মনটা খারাপ করে দিল। -আমি:এই আমি কিসের দুলাভাই তোমার?(একটু বিরক্ত হয়ে) -রিশা:কিসের দুলাভাই মানে? আমার আপুর স্বামী তাই আমার দুলাভাই। -আমি:এই আমি তোমাকে বিয়ে করছি নাকি তোমার আপুকে বিয়ে করছি?? -রিশা:আমাকে বিয়ে করেছেন। -রিশা:তাহলে আমি তোমার দুলাভাই নাকি স্বামী? – রিশা:দুলাভাই।

-আমি:ইস্ রে এটা মাইয়া নাকি অন্য কিছু। -রিশা:কেন আমাকে দেখে আপনর কি মনে হয়? -আমি:এ….. – রিশা:এই যে শোনেন বেশি কথা না বলে যান নাস্তা বানান আমার ক্ষুদা লাগছে। -আমি:কিইই আমি নাস্তা বানাবো?? -রিশা:হুমম আপনি। -আমি:আল্লাহরে এই মাইয়া বলে কি? আমি ওর বউ নাকি ও আমার বউ। -রিশা:এই দুলাভাই নাস্তা বানাতে যাবেন নাকি আমি কাদবো? -আমি:এই তুমি নাস্তা বানাতে পারো না। -রিশা:না পারিনা আমি এখনো বাচ্চাঁ না। -আমি:তাহলে কি আমাকে নাস্তা বানাতে হবে? -রিশা:হুমম নাহলে এখনো কিন্তু আমি কান্না করবো দুইলাভাই(কান্নার মতো করে) ধুরর দুলাভাইয়ের গুষ্ঠি কিলাই। এই জ্বালায় আর থাকা যাচ্ছেনা।কোন উপায় না পেয়ে নাস্তা বানাতে চলে গেলাম। “নাস্তায় টেবিলে” -রিশা:আরে বাহ্ দুলাভাই নাস্তা তো আপনি সেই বানাতে পারেন(খেতে খেতে) -আমি:কচু বানাতে পারি শালি।(রেগে)

-রিশা:জ্বি আমাকে শালি বলেই ডাকবেন। দেখেন তো মেজাজটা গরম হয়না বউ কে নাকি শালি বলে ডাকব। -আমি:বউকে শালি বলে ডাকব কেন?( রাগ দেখিয়ে) -রিশা:এইযে কিসের বউ হ্যা,, আমি কারো বউ টউ না। এবার বউ বললে না আপনাকে আমি…..(রাগি কন্ঠে) -আমি:কি করবে গো বউ? – রিশা:আবার বউ বললেন(রেগে) -আমি:দু:খিত শালী বলতে বউ বলে ফেলছি। -রিশা:হুম। হায়রে ভাগ্য নিজের বউকে নাস্তা বানিয়ে খাওয়াতে হচ্ছে। না জানি আরো কত কি করতে হবে।এর থেকে কচু গাছের সাথে ফাসি দিয়ে মরে যাওয়া অনেক ভাল ছিল। না আজকে ওকে শায়েস্তা করতে হবে। কিন্তু কিভাবে করব সেটাই ভাবতে লাগলাম। হ্যা একটা বুদ্ধি বের হয়েছে। আজকে রাতেই ওকে মজা দেখানোর প্রস্তুতি নিয়ে বাজারে চলে গেলাম। বাজারে গিয়ে দুইটা খেলনা সাপ কিনে নিলাম। নাচতে নাচতে গান গাইতে গাইতে বাড়িতে আসছিলাম। এমন সময় কে যেন ডাকছিল আমাকে পিছন থেকে। আমি পিছনে তাকিয়ে দেখি মুক্তি আমার দিকে এগিয়ে আসছে। ওকে তো প্রোপোজ করে ছিলাম। আর বিয়ে ততো করেছি অন্য মেয়ে। আজকে মনে হয় আমি শেষ। আমার তো মুক্তিকে দেখে হাত পা হাটু সবকিছু কেমন কাপতে লাগলো। কি করবো বুঝতে পারছি না।

-মুক্তি:কি ব্যাপার এত করে ডাকছিলাম শুনছিলেন না কেন?? – আমি:নান…না মানে আমি আসলে শুনতে পারিনি আপু। -মুক্তি:কিসের আপু থাপ্পড় খেতে চান নাকি??(রাগি গলায় চোখ বড় বড় করে) -আমি:না না না,,ঠিক আছে আর বলবো না। আচ্ছা কিছুদিন ধরে আপনাকে দেখতে পারছিলাম না কেন??(মিথ্যা কথা আসলে আমি তো এইদিক দিয়ে আসতাম না ভয়ে) -মুক্তি:আসলে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আজকে এইমাত্র আসলাম। যাক বাবা তাহলে আমার ব্যাপারে এখনো কিছুই শুনেনি। -মুক্তি:কই গিয়ে ছিলেন?? -আমি:বাজারে। -মুক্তি:আপনাকে আজকে বাস দিয়ে আসার সময় দেখেছিলাম। আপনি আমার পাশের সিটেই বসেছিলেন। -আমি:ওহ তার মানে আমার পাশের সিটের যে বরখা পড়া মেয়েটি আপনি ছিলেন?? – মুক্তি:জ্বি সেই মেয়েটি আমিই ছিলাম। -আমি:তো কথা বললে না যে? -মুক্তি:আসলে কথা বলতে চেয়েছিলাম কিন্তু কথা বললে যদি আবার আপনার ভাড়াটা দিতে হয় তাই আর কথা বলিনি। কারণ আমার কাছে টাকা কম ছিল। -আমি:ওহ -মুক্তি:হুমম। কি কিট্টা মাইয়ারে বাবা ফইন্নির ঘরের ফইন্নি। -মুক্তি:এই আপনি কিছু বললেন আমাকে?? – আমিচমকে উঠে)ককই কিক…কিছু না তো(ভয় পেয়ে)

-মুক্তি:না আমার মনে হলো আপনি ফিস ফিস করে কিট না কিছু একটা বললেন আমাকে। -আমি:আরে নান..না আমার মনে হয় আপনি ভূল শুনেছেন। – মুক্ত:হুমম তাই মনে হয় হবে। যাক অল্পের জন্য বেঁচে গেলাম। -মুক্তি:তো কেমন আছেন?? -আমি:হুমম ভালো আপনি?? -মুক্তি:হুমম আমিও ভালো। আপনাকে একটা কথা বলার ছিল? -আমি:হুমম কি বলুন? -মু্ক্তি:I Love you. -আমিচমকে উঠে)কিইই?? -মুক্তি:ইংরেজি বোঝেন না নাকি??(একটু রাগি কন্ঠে) -আমি:নান….না মামানে.. -মুক্তি:আরে ধুর কি না মানে না মানে করছেন??সেদিন তো আপনি আগে আমাকে প্রোপোজ করেছিলেন।আর আজকে আমি যখন আপনাকে প্রোপোজ করলাম তখন আপনার I love you to বলে সমস্যা কি শুনি?(রাগ দেখিয়ে) -আমি:না মামানে আমার কিছুদিন সময় চাই(ভয় পেয়ে) -মুক্তি:আচ্ছা ঠিক আছে। আপনার হাতে এইগুলা কি??

-আমি:না না কিছু না। -মুক্তি:হুমম বাই আর শেষে যেন উত্রর হ্যাঁ হয় নাহলে কিন্তু আপনার খবর আছে বলে দিলাম(রাগি চোখ বড় করে) তারপর মুক্তি চলে গেল। আমার সবকিছু কেন উল্টা উল্টা লাগছে ভয়ে। এখনো কি করবো আমি এই মাইয়া কে। এমনি তেই বোকার মেয়ের পাল্লায় পইড়া জীবনটা তেঝপাতার মতো হইয়া গেছে তার উপর আবার এই রাক্ষসী মেয়ে। বাড়িতে আশার পর একটু মুসকি হেঁসে রুমে ঢুকছিলাম। -রিশা:কি খবর দুলাভাই অনেক খুশি মনে হচ্ছে? -আমি: হ্যা আজকে তোমাকে মজা দেখাবো তাই (মনে মনে বললাম)

– রিশা:কি কিছু বললেন নাকি। -আমি:না কিছু বলিনি। এমনি খুশি। কখন রাত হবে তার জন্য অপেক্ষায় রইলাম। রাতে সবাই মিলে খাওয়ার পর রুমে দেখি রিশা কিসের যেন বই পড়ছে। আমি কিছু না বলে খেলনা সাপ দুটা সাথে নিচে শুয়ে পরলাম। – রিশা:কি ব্যাপার দুইলাভাই আজকে এত তারাতারি সুয়ে পরলেন যে?? -আমি:কাল রাতে তো তুমি বাসরও করতে দিলে আমায় ঘুমো পারতে দিলে না। তাই খুব ঘুম পেয়েছে(মন খারাপ করে) -রিশা:আমি আবার কি করলাম আপনাকে?(অবাক দৃষ্টিতে তাকিয়ে) -আমি:না কিছু না গুড নাইট আমি ঘুমাবো। এইবলে ঘুমের ভান করে শুয়ে আছি সুযোগের অপেক্ষায়। হুম একটু পর বিছানা থেকে উঠে রিশা ওয়াশরুমে যায়। আর এই সুযোগে আমি খেলনা সাপ দুটো ওর বিছানায় সুন্দর করে রেখে দিয়ে আবার নিচে শুয়ে ঘুমের ভান করে থাকলাম। একটু পর রিশা এসে যখনি বিছানায় উঠতে গেল তখনি চিৎকার দিয়ে আমার বুকে এসে পড়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলো।আমি তো মমনে মমনে খুব খুশি আমার প্লান মতো কাজ হয়েছে। -আমি:এই রিশা কি করছো কি ছাড়ো আমাকে ছাড়ো(ওকে ছাড়াতে ছাড়াতে) – রিশা:প্লিজ আমাকে ছেড়ে দিবেন না প্লিজ(আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে) -আমি:উফফ আজকে আমি খুব ক্লান্ত।

-রিশা:আমাকে বাঁচান প্লিজ। -আমি:কি হয়েছে তোমার? -রিশা:সাপ সাপ(চিৎকার করে) -আমি:আরে কোথায় সাপ?? -রিশা:ওই যে বিছানায় সাপ। -আমি:তো আমি কি করব? আর ছি ছি রিশা আমি না তোমার দুলাভাই তুমি আমার বুকে কেন? সরো বলছি। – রিশা:না আমার ভয় করে। তুমি তো আমার সোনা স্বামী(আমার বুকে মাথা লুকিয়ে) এইতো লাইনে আসছে।

– আমি:দরকার নেই। বিপদে পড়লে স্বামী আর না পড়লে দুলাভাই(একটু ভাব নিয়ে) -রিশা:না না না এখন থেকে আপসি আমার স্বামী। আর দুলাভাই বলবনা। প্লিজ সাপগুলো গেছে নাকি দেখেন তো?? – আমি:ঐ তোএখনো আছে বিছানায় -রিশা:প্লিজ তারাতারি সাপ গুলোকে মেরে ফেলুন আমার খুব ভয় পাচ্ছে(বাচ্চাঁদের মতো ভয় পেয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে)

-আমি:আচ্ছা মেরে ফেলতে পারি তবে কিছু শর্ত আছে বল তুমি রাজি? -রিশা:আমি আপনার সমস্ত শর্ত মেনে নিব। আপনি প্লিজ আগে সাপ গুলো মেরে ফেলুন। -আমি:আগে আমার শর্তটা তো শুনো। -রিশা:ওকে বলুন তারাতারি আমার খুব ভয় লাগছে। – আমি:শর্ত গুলো হলো আমাকে একটা কিস করতে হবে আর আমিও বিছানায় থাকবো তোমার সাথে বলো তুমি রাজি? -রিশা:ইম্পসিবল – আমি:তাহলে আমাকে ছাড়ো ছাড়ো। – রিশা:ওকে ওকে আমি আপনার শর্তে রাজি। আপনি প্লিজ আগে সাপ গুলো সড়ান প্লিজ(অসহায়ের মতো করে)

চলবে……………


Tags: , , , , , ,

Comments are closed here.